শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
পিরোজপুরের ৭ থানায় সকল কার্যক্রম শুরু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৭:৩৭ PM
পিরোজপুর জেলার সাতটি থানা তিনটি তদন্ত কেন্দ্র ও একটি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম চালু হয়েছে। 

সোমবার সকালে শহরের সিও অফিস মোড়ে ট্রাফিক বিভাগের কার্যক্রম শুরু করে এবং পাশাপাশি ৭টি থানা ৩টি তদন্ত কেন্দ্র, ১টি পুলিশ ফাঁড়ি ও পুলিশ লাইন্স এ সকল কার্যক্রম শুরু করেছে বলে জানান পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল ইসলাম (পিপিএম)। 

সকালে শহরের সিও অফিস মোড়ে দায়িত্বরত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের ফুল দিয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ট্রাফিক পুলিশদের দায়িত্ব বুঝিয়ে দেন। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মো: মুকিত হাসান খাঁন। 

পিরোজপুরের পুলিশ সুপার মো: শরিফুল ইসলাম (পিপিএম) জানিয়েছেন, পিরোজপুর জেলার ৭ টি থানা ৩টি তদন্ত কেন্দ্র ও ১টি পুলিশ ফাঁড়িতে পুরোপুরি কার্যক্রম শুরু করেছে পুলিশ। এখন থে‌কে সকল ধর‌নের সেবা পা‌বেন সাধারণ জনগন। সেই সা‌থে পু‌লিশ‌কে সহযোগীতা করার আহবান জানান। 

তি‌নি আরো জানান, এতদিন শিক্ষার্থী ও বিএনসিসি’র সদস্যরা পিরোজপুর শহর ও বিভিন্ন উপজেলায় ট্রাফিক নিয়ন্ত্রনের কাজ করেছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত