শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
গুলিতে নিহত যুবকের সদ্যজাত শিশুর নাম রাখা হলো ‘আবু সাঈদ’
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৮:১৪ PM
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রজনতার ব্যাপক বিক্ষোভের মুখে সরকার পতনের দিন (৫ আগস্ট) সকালে গাজীপুরে গুলিবিদ্ধ হন সাজু ইসলাম (২৬)। আজ সোমবার (১২ আগস্ট) ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২৬ বছর বয়সী সাজু ইসলাম প্রথম বাবা হওয়ার খবর পেয়েছিলেন। খুশিতে তখন প্রথম সন্তানের নাম রেখে ছিলেন পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের সঙ্গে মিলিয়ে। তখন হয়তো কেউ ধারণাও করেননি মাত্র ১৫দিন বয়সে বাবা হারা হতে হবে নতুন আবু সাঈদকে। যে শিশু বড় হয়ে জানবে- তার বাবাও আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা মিরপাড়া গ্রামের বাসিন্দা আজহার আলীর ছেলে নিহত সাজু ইসলাম। সাজু গত ৪-৫ বছর ধরে গাজীপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সেখানে তিনি একাই থাকতেন। পরিবার থাকতো গ্রামে। 

সাজুর বাবা আজহার আলী রিকশাচালক। চার ভাই-বোনের মধ্যে সাজু বড়। গত দেড় বছর আগে বিয়ে করেন সাজু। দাম্পত্য জীবনে তার ১৫ দিন বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার পর তার ছেলে হলে নাম রাখা হয় ‘আবু সাঈদ’। 

সাজুর চাচাতো ভাই মাহবুব জানান, স্বৈরাচার সরকারের পদত্যাগের দাবিতে সরকার পতনের দিন গাজীপুর মাওনা হতে একটি মিছিল বের হয়েছিল। মাওনা থেকে ছাত্রজনতা মিছিলটি নিয়ে গণভবনের দিকে যেতে চায়। ওই সময় ময়মনসিংহ থেকে সাতটি পিকআপ ভ্যানে করে বিজিবি ও পুলিশ এসে গুলি করতে থাকে।

এসময় পুলিশের গুলি দুই দফা সাজুর পিঠে লেগে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রথমবার অপারেশন করা হয়। কিন্তু সফল না হওয়ায় দ্বিতীয়বারের অপারেশনে গুলি বের করা হয়। ৫ আগস্ট থেকে সাজু হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সোমবার ভোররাতে মারা যায়।

সাজুর বাবা ময়মনসিংহ থেকে ছেলের মরদেহ অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড়ে গ্রামের বাড়িতে নিয়ে যান। সাজুর মৃত্যুতে পরিবারে ও এলাকায় বইছে শোকের মাতম। আজ বিকেলে নিজ গ্রামের বাড়িতে সাজুর জানাজা অনুষ্ঠিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত