মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সভা
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, ৪:৫৮ PM
"সহিংসতা নয় ঐক্যের বাংলাদেশ চাই" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে পিএফজি'র আয়োজনে স্থানীয়  অংশিজনদের সাথে বুধবার সকালে  উপজেলা ভিডিও  কনফারেন্স হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সুজন উপজেলা সভাপতি শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়।

সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে বক্তব্য রাখেন সোনাগাজী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম জহির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ মোস্তফা, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কলিম উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, ফেনী জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল হক বিএ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সোনাগাজী  উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সমর দাস, কুঠির কালীবাড়ী মন্দিরের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন কর্মকার,উপজেলা পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ হারাধন চন্দ্র দাস, ইসলামী আন্দোলন সোনাগাজী উপজেলা শাখার সভাপতি মুফতি আহছান উল্লাহ, পৌরসভা শাখার সভাপতি হাফেজ মোঃ হিজবুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ সোনাগাজী উপজেলা শাখার সিনিয়র নির্বাহী  মাওলানা মাইন উদ্দিন, সেক্রেটারী  মাওলানা আবদুল কাদের, জেলা  ছাত্রদলের সহ-সভাপতি হাসান মাহমুদ,সাংবাদিক জাবেদ হোসাইন মামুন।এসময় সাংবাদিক আমজাদ হোসেন, মোঃ হাবিবুল ইসলাম রিয়াদ, আলমগীর হোসেন সহ অন্যান্য রাজনৈতিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা বক্তারা সকল প্রকার সহিংসতা পরিহার করে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত