নেছারাবাদে খুনি হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।
বুধবার (১৪ আগষ্ট) সকালে নেছারাবাদ উপজেলা বিএনপি’র অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি স্বরূপকাঠী বন্দর থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি।
সমাবেশে বক্তব্য রাখেন স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী আনিসুজ্জামান, সাবেক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম উজ্জল, মোঃ লোকমান হোসেন প্রমুখ।
এছাড়াও স্বরূপকাঠি উপজেলা জামাত ইসলামের আমির মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি বিক্ষিাভ মিছিল করেন।