বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ও শহর বিএপির উদ্যোগে হত্যা খুন গুমের দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলা শহরের পৌর শহরের গড়কান্দা এলাকায় সাবেক পৌর মেয়র ও শহর বিএনপি আহবায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও অবস্থান কর্মসুচী পালন করেন।
বিএনপি নেতা আব্দুল মালেকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, শহর বিএনপির যুগ্ম আহবায়ক মানিক মিয়া, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হুমায়ুন কবীর, কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন রোমান, যোগানিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন মেম্বার, শহর বিএনপি যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন প্রমুখ।
এছাড়াও অবস্থান কর্মসুচী শেষে শহরের প্রধান প্রধান সড়কে এক বিক্ষোভ মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শত-শত নেতাকর্মী অংশ নেন।