বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
আরিচা বন্দরের রাস্তার বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৩:৪০ PM
শিবালয়ের ঐতিহ্যবাহী আরিচা ঘাটের বন্দর এলাকা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হলেও বন্দরে নানা ধরণের সমস্যা বিরাজ করছে। দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়া, ভারী যানবাহন চলাচল ও বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তার বেহাল দশার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। 

বৃষ্টির পানি জমে থাকায় এ সড়কের আরিচা পিসিপোল এলাকা থেকে থানার মোড় পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল এমনকি পায়ে হেঁটে চলাও দুস্কর হয়ে পড়ে। 

সময়মত সংস্কার না করায় এ সকল রাস্তার অবস্থা নাজুক হয়ে পড়ে। ফলে, স্থানীয় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, ব্যবসায়ী ও জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অতিদ্রুত এ রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা।  

সরেজমিন ঘাট এলাকা ঘুরে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কের আরিচা বাসস্ট্যান্ড, শিবালয় থানার সামনে ট্রাফিক মোড়, থানার সামনে ওয়াল সংলগ্ন রাস্তা, ডাকবাংলা রোডের মাথায়, কাঠপট্টি এলাকার রাস্তার ওপর ও বিউটি বিড়ি ফ্যাক্টারির রাস্তায়, পোষ্ট অফিস রোডে, ওহাব মার্কেটের সামনে এবং পাইলট হাউজের পাশে রাস্তার মধ্যে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে।

আর বৃষ্টি হলে এসব গর্ত পানি দিয়ে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। রাস্তায় পানি ও কাঁদা জমে থাকায় পথচারিদের হাঁটাসহ রিক্সা ও ছোট-বড় গাড়ি চলাচল করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়া, মাঝে মধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, আরিচা বাসস্ট্যান্ড থেকে লঞ্চ ঘাট পর্যন্ত রাস্তাটির বিভিন্ন জায়গায় ভারী যানবাহন চলাচল করায় বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্তের মধ্যে পানি জমে থাকে। আরিচা লঞ্চ ঘাট থেকে গরু হাটের নিকট এবং নদীর পাড় দিয়ে রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় বিভিন্ন ট্রার্ন্সপোর্ট এজেন্সীর ও আরিচা বৈদ্যুতিক খুটি তৈরীর প্রতিষ্ঠান পিডিবির পিসিপোল কারখানার মালামাল পরিবহণেও  ক্ষেত্রে নানা ধরনের অসুবিধা হচ্ছে।

অপরদিকে, আরিচা থেকে পাটুরিয়া আঞ্চলিক সড়কেও বহু জায়গায় ভাঙ্গনের দেখা দিয়েছে। এ সড়কের বহু স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে, প্রায়শই দুর্ঘটনায় পড়ছেন যাত্রীরা। এ সড়কে প্রতিদিন বহু রিক্সা-ভ্যান, ছোট গাডি, প্রাইভেট কার, অটো রিক্সা, সিএনজি চলাচল করে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তার এমন বেহাল দশা হয়েছে বলে স্থানীয়রা জানান। 

জানা গেছে, এক সময়ে রাজধানী ঢাকার সাথে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে সহজে যোগাযাগের অন্যতম মাধ্যম ছিল আরিচা ঘাট। বাংলাদেশের নাভী হিসেবে খ্যাতি ছিল এ ঘাটের। আর এ ঘাটকে কেন্দ্র করেই গড়ে উঠে আরিচা নদী বন্দর। 

এ বন্দর দিয়ে প্রতিদিন হাজার-হাজার মানুষ যাতায়াত করে থাকে। এ বন্দরকে ঘিরে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এর অফিস, শিবালয় থানা পুলিশ স্টেশন, ভূমি অফিস, ৩টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মসজিদ-মাদ্রাসা ও কিন্ডারগার্ডেন স্কুল,  ব্যাংক ও বীমাসহ নানা ধরণের প্রতিষ্ঠান গড়ে ওঠেছে। এছাড়া, এখানে একটি বৈদ্যুতিক খুটি তৈরীর জাতীয় প্রতিষ্ঠান পিডিবির পিসিপোল কারখানা রয়েছে। যেখান থেকে সরকার কোটি-কোটি টাকা আয় করছে।

আরিচা বন্দরে ১টি পশুর হাট রয়েছে। যে হাট ইজারা দিয়ে সরকার প্রতি বছর বহু টাকা আয় করছে। এছাড়া, আরিচা বন্দরকে ঘিরে গড়ে উঠেছে আরিচা বন্দর ব্যবসা প্রতিষ্ঠান। বন্দর বাজারেও বিভিন্ন ধরণের সমস্যার কারণে ব্যবসায়ীদের নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

আরিচা বন্দর বাজারের কয়েকজন ব্যবসায়ীরা জানান, শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতিতে প্রায় ১১/১২শ’ ব্যবসায়ী রয়েছে। পানি নিস্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই বন্দর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া, জমে থাকা পঁচা পানিতে মশামাছি জন্ম নিয়ে বিভিন্ন রোগ জীবানু ছড়াচ্ছে। 

শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন বলেন, দীর্ঘদিন যাবৎ বন্দর এলাকার রাস্তা-ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার না করায় ব্যবসায়ী ও জনগণের চলাচলে মারাত্মক সমস্যা হচ্ছে। তিনি অতিদ্র্রুত এসব রাস্তা সংস্কারের জোড় দাবি জানান। 

শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, থানার মোড় হতে আরিচা ড্রেজার বেইজ ও পশুর হাট পর্যন্ত রাস্তাটি বেশ কিছুদিন যাবৎ খানাখন্দ হয়ে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অতীব গুরুত্বপূর্ণ এ রাস্তাটি অতিসত্বর মেরামত করা প্রয়োজন। সড়ক ও জনপথ বিভাগ অথবা এলজিইডি কর্তৃপক্ষ অতিসত্বর রাস্তাটি মেরামত করে জনদুর্ভোগ কমাবেন বলে আশা করছি। বিষয়টি নিয়ে আমরা ইউনিয়ন পরিষদ যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছি এবং রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ করেছি।

এ ব্যাপারে শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান হাজী মো: আলাল উদ্দিন আলাল বলেন, যতদ্রুত সম্ভব গুরুত্বপূর্ণ এ রাস্তাটি মেরামত করার অতীব জরুরী। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব শীগ্রই এই কাজটি সমাধান করবেন। 

উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, এ রাস্তাটির বেহাল দশার ব্যাপারে অনেকেই আমাকে জানিয়েছেন। কিন্তু, রাস্তাটি আমাদের না বলে  মেরামত করতে পারছি না। এটি সড়ক ও জনপথ বিভাগের রাস্তা। তবে, আরিচা-পাটুরয়া আঞ্চলিক সড়কের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন। 

মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার আলম বলেন, এ রাস্তাটি ঢালাই করে ভালভাবে মেরামত করার পরিকল্পনা রয়েছে। অর্থ বরাদ্ধ পাওয়ার মাত্র ওই রাস্তাটির মেরামত কাজ শুরু করবেন বলে তিনি জানিয়েছেন। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত