নাটোরের লালপুরে দীর্ঘ এক যুগ চার বছর পর আনুষ্ঠানিক ভাবে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (রহঃ) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৩ টায় দুয়ারিয়া ইউনিয়নের দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশে হাজারো, জামায়াত সমর্থিত নেতা- কর্মীরা অংশগ্রহণ করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুয়ারিয়া ইউনিয়ন শাখা সভাপতি জনাব আলাউদ্দিন আল-আজাদ-এর সভাপতিত্বে, উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রধান মেহমান মাওলানা মোঃ আবুল কালাম আজাদ আমীর, তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ছাত্র- জনতার গনঅভ্যুথানের মাধ্যমে আমাদের বিজয় অর্জন হয়েছে। গত ১৬ বছরের দীর্ঘ স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে।
হত্যা, খুন, গুম, জুলুমবাজীর দিনের অবসান হয়েছে। বিজয় যেহেতু আল্লাহর পক্ষ থেকে আসে আমাদের এখন কাজ ইনসাফপূর্ন সমাজ প্রতিষ্টার মাধ্যমে আল্লাহর জমিনে ইসলামি হুকুমত প্রতিষ্টা করা। তবেই আমাদের এই বিজয়ের সার্থকতা আসবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব মোঃ সাইফুল ইসলাম সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, লালপুর উপজেলা। এছাড়াও বক্তব্য রাখেন এডভোকেট মোঃ মাসুদ রানা, শাহ আলম সহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি আলী আহসান মুজাহিদের সঞ্চালনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, দুয়ারিয়া ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।