বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
সৈয়দপুরে বিএনপির অবস্থান কর্মসূচি
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ৪:৩১ PM
ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে সৈয়দপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে শুরু হয় হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এ অবস্থান কর্মসূচি।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আবদুল গফুর সরকারের সভাপতিত্বে ও  বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার শাহীনের সঞ্চালনায়, অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ও বিলকিস ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাড: ওবায়দুর রহমান, সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, সহ সভাপতি ইহসানুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এরশাদ হোসেন (পাপ্পু), জেলা বিএনপির নেতা শওকত হায়াত শাহ, আলহাজ্ব শওকত চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ, সদস্য সচিব, পারভেজ আলম গুড্ডু, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সাধারণ সম্পাদক দিনার, জেলা ছাত্রদলের সভাপতি আরমান, সাধারণ সম্পাদক রাব্বী, জেলা মহিলা দলের সভাপতি রিনু আফজাল, সাধারণ সম্পাদক রুপা বেগমসহ  বিএনপির অংগ সংগঠনের নেতা কর্মীরা প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত