নেত্রকোনার কেন্দুয়ায় কেন্দুয়া পৌরসভার নল্লা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেছেন।
শনিবার (১৭ আগষ্ট)সকাল ৭ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বিজিবির একজন সাবেক সদস্য ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজ শনিবার বিকাল সাড়ে পাঁচটায় নিজ বাড়িতে জানাজা নামাজের পর উপজেলা প্রশাসনের উদ্যোগে গার্ড অব অনার প্রদান শেষে রাষ্টীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যুতে কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ গভীর ভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।