বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ ও স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৯:০৪ PM
পটুয়াখালীর গলাচিপায়  পরিবারের মাঝে জরুরি সাড়াদান কার্যক্রম ২০২৪ এর আওতায় শর্তবিহীন নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) সকাল ১১টায় গলাচিপা উপজেলা পরিষদ হলরুমে এনজিও জাগোনারীর ব্যবস্থাপনায় এবং সেভ-দ্য চিলড্রেনস’র আর্থিক সহায়তায় চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের ১৫২ ক্ষতিগ্রস্ত পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেয়া হয়। 

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: তোফাজ্জেল হোসাইন বাবুল, জাগোনারীর প্রজেক্ট ম্যানেজার ইয়াছিন মনজু, গলাচিপা থানার সাব ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিকেশন কো-অর্ডিনেটর ডিউক ইবনে আমিন, প্রকল্প সমন্বয়কারী গোপাল বিশ্বাস ও সেভ-দ্য-চিলড্রেন এর প্রোগ্রাম অফিসার রাসেল মিয়া প্রমুখ। 

উল্লেখ্য, গত রোববার (১৮ আগস্ট) চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়নের ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরণ করা হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত