নরসিংদীর রায়পুরায় মো. মোমেন মিয়া (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুরুতর আহত হন তার ভাগ্নে অনিক। খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা মরজাল শিমুলতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত মোমেন একজন ডিম ব্যবসায়ী। তিনি শিবপুর উপজেলার জয়নগরের গাবতলী এলাকার আসাদ মিয়ার ছেলে। দুর্বৃত্তদের হামলায় আহত তার ভগ্নে অনিক বেলাব উপজেলার হোসেন নগর এলাকার আলী হোসেনের ছেলে। তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মোমেন তার ভাগ্নে অনিককে সঙ্গে নিয়ে একটি মোটর সাইকেল চালিয়ে বোনে বাড়ি বেলাব উপজেলা থেকে শিবপুরের গাবতলী এলাকায় ফিরছিলেন। পথে মরজালের শিমুলতলী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির গতিরোধ করে মামা-ভাগ্নেকে এলোপাতারি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলে ব্যবসায়ী মোমেনের মৃত্যু হয়। পরে আহত অনিককে আশঙ্কাজন অবস্থায় নরসিংদী জেলা হাসাপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্যবসায়ীকে হত্যার ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেন।
নিহত মোমেনের ভাই রাসেল বলেন, আহত ভাগ্নে অনিক জানিয়েছে ঘটনায় জড়িত দুজনকে চিনতে পেরেছে সে। তারা হলেন, একই এলাকার সালাম ও শামীম। তারা মোমেনের কাছে কয়েক দফা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে মোমেনকে ভয়ভীতি ও হত্যা হুমকি দিয়েছিল। এরই জেরে আমার ভাইকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ৫ থেকে ৬ জন জড়িত বলে জানান তিনি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, কী কারণে এ হত্যাকান্ড ঘটেছে তা তদন্তের পর বলা যাবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ পাননি বলে জানান তিনি।