শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ ১২ বৈশাখ ১৪৩২
শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
যশোরে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড
যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ৩:৫৩ PM
যশোরে রবিবার সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ২০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বিমান বাহিনীর আবহাওয়া অফিস। এটা চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টি।

মাত্র১৫ ঘণ্টায় এত ভারী বৃষ্টিপাতের কারণে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। অনেক জায়গায় বাড়িঘরে পানি উঠেগেছে। রান্না খাওয়ার ব্যবস্থাও নেই সেখানে।শহরের অনেক নীচু এলাকার রাস্তাঘাট এখনো পানির নীচে। 

আবহাওয়া অফিস জানিয়েছে আজো সারদিন রাত একই রকমভাবে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।এঅবস্থা চলতে অনেক জায়গায় জলাবদ্ধতার কারনে মানুষের দুর্ভোগ বেড়ে যাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।


যশোরের উপশহর, খড়কি, বারান্দিপাড়া,রেলগেট এলাকা, বেজপাড়া, টিবিক্লিনিক এলাকা, শংকরপুর, লিচুতলা,খড়কি, কদমতলাসহ বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন রয়েছে।প্লাবিত অঞ্চলগুলোতে মানুষের দুর্ভোগ বাড়ছে, চলাচলও বিঘ্নিত হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত