ফেনীর বন্যাদুর্গত ছাগলনাইয়ার যশপুরে ৫০০টি পরিবারের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দিলো বিজিবির হেলিকপ্টার।
অদ্য সকালে বিজিবি'র হেলিকপ্টার যোগে বন্যাদুর্গত ফেনীর ছাগলনাইয়ার যশপুরে ৫০০টি পরিবারের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
পরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মির্জা বাজার প্রাইমারি স্কুল ও পৌর মার্কেট এলাকা এবং দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয় ও উত্তর সতর ফোরকানিয়া নূরানী মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে ৬০০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, এ সকল আশ্রয়কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো প্রকার ত্রাণ পৌঁছায়নি বলে জানিয়েছে আশ্রয়কেন্দ্রের বন্যাদুর্গত জনসাধারণ। প্রথমবারের মতো ত্রাণ পেয়ে তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।