বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
ফেনীর বন্যাদুর্গত এলাকায় বিজিবির ত্রাণসামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ৭:৫৯ PM
ফেনীর বন্যাদুর্গত ছাগলনাইয়ার যশপুরে ৫০০টি পরিবারের জন্য ত্রাণসামগ্রী পৌঁছে দিলো বিজিবির হেলিকপ্টার।

অদ্য সকালে বিজিবি'র হেলিকপ্টার যোগে বন্যাদুর্গত ফেনীর ছাগলনাইয়ার যশপুরে ৫০০টি পরিবারের মাঝে বিতরণের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

পরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর উদ্যোগে মির্জা বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা, মির্জা বাজার প্রাইমারি স্কুল ও পৌর মার্কেট এলাকা এবং দক্ষিণ সতর উচ্চ বিদ্যালয় ও উত্তর সতর ফোরকানিয়া নূরানী মাদ্রাসা আশ্রয়কেন্দ্রে ৬০০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। 

উল্লেখ্য, এ সকল আশ্রয়কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো প্রকার ত্রাণ পৌঁছায়নি বলে জানিয়েছে আশ্রয়কেন্দ্রের বন্যাদুর্গত জনসাধারণ। প্রথমবারের মতো ত্রাণ পেয়ে তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত