বগুড়ায় আলোচিত জামাল উদ্দিন ওরফে খাজা হত্যা মামলায় তাঁর স্ত্রীর যাবজ্জীবন এবং তাঁর পরকীয়া প্রেমিককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরের দিকে বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ হাবিবা মন্ডল এই রায় দিয়েছেন । দণ্ডিতরা হলেন- নিহত জামালের স্ত্রী জেসমিন আকতার এবং তাঁর পরকীয়া প্রেমিক মোজাফফর হোসেন।
রায়ে জেসমিন আকতারের ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি মোজাফ্ফরেরও একই পরিমাণ জরিমানা করা হয়।
২০২২ সালের ২৬ নভেম্বর সকালে বগুড়া শহরের বৃন্দাবন পূর্বপাড়ায় শোবার ঘর থেকে জামাল উদ্দিন খাজার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত খাজা ওই এলাকার মৃত আমির আলী খলিফার ছেলে। তিনি একটি বেকারিতে কাজ করতেন।
জামালের স্ত্রীর সাথে মোজাফফরের অনৈতিক সম্পর্ক ছিল। এর জের ধরে তাদের বাক-বিতন্ডতা হয়। তখন মোজাফফর লোহার শাবল দিয়ে খাজার মাথায় আঘাত করলে খাজা মারা যায়। পরে লাশ কম্বল দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় জামালের ছেলে জেমস রিমন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।