রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
‘কালা চশমা’ গানে অধ্যাপিকার ‘আগুন’ নাচ! ভাইরাল ভিডিও
প্রকাশ: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪, ১:৩৮ PM আপডেট: ৩১.০৮.২০২৪ ২:০৬ PM
" ইনস্টাগ্রামে ভাইরাল সেই ভিডিও দেখা গিয়েছে, মঞ্চের উপর ‘কালা চশমা’ গানে কোমর দোলাচ্ছেন অরুণিমা। কোমরে আঁচল গুঁজে খালি পায়ে নাচছেন। অধ্যাপিকাকে ওই ভাবে নাচতে দেখে হই-হুল্লোড় পড়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে।
‘কালা চশমা’ গানে কোমর দোলাচ্ছেন অরুণিমা

‘কালা চশমা’ গানে কোমর দোলাচ্ছেন অরুণিমা

পরনে জমকালো কালো শাড়ি। চুল টেনে বাঁধা। কোমরে আঁচল গুঁজে খালি পায়েই উঠে পড়লেন মঞ্চে। নাচতে শুরু করলেন ‘কালা চশমা’ গানে। শুধু কোমর দোলালেন না, রীতিমতো ঝড় তুললেন! কেরলের এক কলেজের অধ্যাপিকার এ রকমই একটি ভিডিও হইচই ফেলে দিয়েছে সমাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি বাংলাদেশ বুলেটিন অনলাইন।


 অধ্যাপিকা অরুণিমা দেবাশিস

অধ্যাপিকা অরুণিমা দেবাশিস

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই অধ্যাপিকার নাম অরুণিমা দেবাশিস। তিনি কেরলের এর্নাকুলামের সেন্ট টেরেসা কলেজে অধ্যাপনা করেন। সম্প্রতি কলেজের এক অনুষ্ঠান চলাকালীন ‘কালা চশমা’ গানে নেচে নজর কেড়েছেন তিনি। সেই নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে।
 অধ্যাপিকা অরুণিমা দেবাশিস

অধ্যাপিকা অরুণিমা দেবাশিস

হাততালি দিতে শুরু করেন তাঁরা। একই সঙ্গে সহকর্মীকে ও ভাবে নাচতে দেখে কলেজের বাকি শিক্ষক-শিক্ষিকারাও শরীর দোলাতে শুরু করেন। সব মিলিয়ে আসর জমিয়ে দেন অরুণিমা।

 অধ্যাপিকা অরুণিমা দেবাশিস

অধ্যাপিকা অরুণিমা দেবাশিস

সেন্ট টেরেসা কলেজেরই এক শিক্ষার্থীর ক্যামেরায় বন্দি সেই ভিডিও ইনস্টাগ্রামে প্রায় ১ কোটি বার দেখা হয়েছে। বহু মানুষ ওই ভিডিয়ো দেখে অরুণিমার প্রশংসা করেছেন। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। এক জন লিখেছেন, ‘‘আমাদের সময়ে কেন এ রকম কোনও অধ্যাপিকা ছিলেন না।’’
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ভাইরাল   ‘কালা চশমা’   অধ্যাপিকা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত