নেত্রকোনার কেন্দুয়ায় দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মুখোশধারী ডাকাতরা গৃহকর্তাসহ বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে জমি বিক্রির বাড়িতে থাকা নগদ ৭০ লাখ টাকা, ২২ ভরি স্বর্ণ সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় বাড়ির লোকজন ও এলাকাবাসী মিলে বাদশাহ মিয়া নামে এক ডাকাতকে আটক করে।সে পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মৃত রমজান আলীর ছেলে বলে জানা গেছে।
শনিবার (৩১আগষ্ট ) সকাল ১০টার দিকে ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার পেমই তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সাদ্দাম হোসেন।
এর আগে, শুক্রবার (৩০ আগষ্ট) দিবাগত রাত ৩.৩০ মিনিটের দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের ব্যবসায়ী কোবাদ আকন্দের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ৬ জন মুখোশধারী একটি ডাকাত দল ব্যবসায়ী কোবাদ আকন্দের বাড়িতে ডাকাতি করার জন্য হানা দেয়। এরপর ডাকাতরা সু-পরিকল্পিতভাবে কোবাদ আকন্দের পরিবারের সদস্যদের একটি রুমে অস্রের মুখে আটকে রেখে তাদের ঘরে থাকা জমি বিক্রির নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতরা ২২ভরি স্বর্ণ, প্রায় নগদ ৭০ লক্ষ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
থানায় আটককৃত ডাকাত বাদশা মিয়ার স্বীকারোক্তি মোতাবেক জানা যায়, তারা ৬জন ডাকাত এই বাড়িতে গতকাল রাত ৩.৩০মিনিটের দিকে ডাকাতি করতে জানালার গ্রিল কেটে ঢুকে বাড়ির সবাইকে অস্রের ভয় দেখিয়ে জিম্মি করে চার ব্রিফকেস ভর্তি টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় আমাকে বাড়ির লোকজন ও এলাকাবাসী আটক করে। আর অন্য পাঁচজন পালিয়ে যায়।
ডাকাত ছয় জনের মধ্যে দুই জন কেন্দুয়ার, দুই জন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঠখোলা এলাকার এবং বাকি দুই জন গাজীপুর এলাকার বলে জানায় সে। বাদশা মিয়া আরও জানায় চার ব্রিফকেসে ৬০/৭০ লাখ টাকা ও ১৫/২০ ভরি স্বর্গ থাকতে পারে।
পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসলাম উদ্দিন বলেন, গতকাল রাতে ব্যবসায়ী কোবাদ আলীর ঘরে ডাকাত দল হানা দিয়ে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এই সময় এক ডাকাতকে আটক করা হয়েছে বলে শুনেছি।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ব্যবসায়ী কোবাদ আলীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। তবে ডাকাতির ঘটনায় বাদশা মিয়া নামে এক ডাকাতকে বাড়ির লোকজন ও এলাকাবাসী আটক করেছে।সে এখন থানা হেফাজতে আছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।