মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
১১৮ বছরের ইতিহাসে বিরল ঘটনা
চট্টগ্রাম চেম্বারের সভাপতিসহ পুরো পর্ষদের পদত্যাগ
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫২ PM
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি  (সিসিসিআই) এর ১০ পরিচালকের একত্রে পদত্যাগের পর আজ সোমবার (২ সেপ্টেম্বর) সভাপতি ওমর হাজ্জাজ পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ একই সাথে চট্টগ্রাম চেম্বারের বাকি আরও ১১ পরিচালক পদত্যাগ করেছেন।

১১৮ বছরের ঐতিহ্যবাহী এই চেম্বার ইতিহাসে পুরো পর্ষদ পদত্যাগের ঘটনা এই প্রথম। চট্টগ্রাম চেম্বার সূত্র বিষয় গুলি নিশ্চিত করেছে। এছাড়া পুরো পর্ষদের পদত্যাগ ও প্রশাসক নিয়োগ প্রসঙ্গের দুটি পত্র প্রতিবেদকের হাতে এসেছে।

চট্টগ্রাম চেম্বার সূত্রে জানা গেছে, ২ জন সহসভাপতি ও ২১ জন পরিচালকের পদত্যাগের পর চেম্বার সভাপতি বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

এই প্রসঙ্গে চেম্বারের সদ্য সাবেক সভাপতি ওমর হাজ্জাজ গণমাধ্যমকে বলেন, ‘পরিচালকেরা চেম্বার সভাপতি বরাবর পদত্যাগপত্র জমা দিচ্ছেন। আমি সভাপতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছি। সোমবারের (আজ) মধ্যে পদত্যাগের পুরো প্রক্রিয়া শেষ হবে।’

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেলে চট্টগ্রাম চেম্বার নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ প্রকাশ্যে আসতে শুরু করে। চট্টগ্রামের ব্যবসায়ীদের সর্বোচ্চ এই সংগঠনটি দীর্ঘদিন বিনাভোটে নেতৃত্ব নির্বাচন এক পর্যায়ে ব্যবসায়ীদের বঞ্চিত করে ‘পরিবারতন্ত্র’ প্রতিষ্ঠা করার রেওয়াজ শুরু হয়৷ এসকল অভিযোগে কিছুদিন ধরে ব্যবসায়ীরা মানববন্ধন ও বিক্ষোভ করছিলেন। এসময় ব্যবসায়ীরা অনতিবিলম্ব চট্টগ্রাম চেম্বারে পর্ষদ ভেঙ্গে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান৷ 

এমন পরিস্থিতিতে গত ২৮ আগস্ট চেম্বারে জ্যেষ্ঠ সহসভাপতি তরফদার রুহুল আমিন ও পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী পদত্যাগ করেন। এই দুই পরিচালকের পদত্যাগের চার দিনের মাথায় গতকাল আরও ১০ জন পদত্যাগ করেন। আজ সভাপতিসহ বাকি ১২ জন পদত্যাগ করলেন।

উল্লেখ্য, চট্টগ্রাম চেম্বারে সর্বশেষ ভোট হয়েছিল ২০১৩ সালের ৩০ মার্চ। ওই নির্বাচনে এম এ লতিফ-সমর্থিত মাহবুবুল আলম-নুরুন নেওয়াজ সেলিম পরিষদ ২৪ পদের মধ্যে ২০টিতে জয়ী হয়। সংখ্যাগরিষ্ঠতার সুবাদে মাহবুবুল আলম প্রথমবারের মতো সভাপতি হন। এরপর টানা পাঁচবার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা।

সর্বশেষ গত বছরের আগস্টে বিনা ভোটের নির্বাচন হয়। প্রথমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকেরা নির্বাচিত হয়েছেন, এরপর তাঁরা সভাপতি নির্বাচিত করেন। এতে সভাপতি হন ওমর হাজ্জাজ। টানা ভোট না হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত