ভুয়া জন্মদিন পালন, যুদ্ধাপরাধীদের মদদ, মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিসহ আদালতে করা পাঁচ মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মামলার ধার্য তারিখে মামলার বাদী আদালতে হাজির না হওয়ায় মামলাগুলো খারিজ করে আসামিদের খালাস প্রদান করেন একাধিক ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার খালাসের বিষয়টি নিশ্চিত করেছেন।