সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
পদ্মায় ভেসে উঠল নিখোঁজ ৪ মরদেহ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:০৮ PM আপডেট: ০৩.০৯.২০২৪ ১২:২৩ PM
রাজশাহীর পবা উপজেলার চর মাঝারদিয়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে চর খানপুর থেকে প্রথমে দু’জনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। 

এরপর রাত তিনটার দিকে আরও দু’জনের মরদেহ ভেসে উঠে। তারা হলেন, চর মাজারদিয়ারের এনামুলের ছেলে রাজু (২২), খলিলের ছেলে মোহাম্মদ আলী (৩৮), এন্তাজুলের ছেলে সবুজ (১৯) ও আবুল কালামের ছেলে ফারুক হোসেন (২০)।

মৃতরা সবাই স্থানীয় বাসিন্দা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে চর মাঝার দিয়ার এলাকার গোরস্তানে তাদের দাফন করা হয়েছে। 

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। পাশের মিডিল চরে টমেটো জমিতে কাজ শেষে ফেরার পথে নৌকা ডুবে নিখোঁজ হন তারা। 

সোমবার ভোরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও তীব্র স্রোত থাকায় বেলা ১১টায় উদ্ধার অভিযান অসমাপ্ত রেখেই তারা উদ্ধার অভিযান শেষ করেন। পরে রাতে মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

চর মাঝারদিয়া ইউপি সদস্য হুমায়ুন কবির বলেন, চর মাজারদিয়ার গ্রামের ১৬ জন শ্রমিক মিডিল চরে টমেটোর জমিতে কাজ করতে গিয়েছিলেন। তারা সন্ধ্যায় একটি নৌকায় ফিরছিলেন। ওই সময় বৃষ্টি হচ্ছিল ও হালকা ঝড়োহাওয়া ছিল। 

নৌকাটি চর মাজারদিয়ার ঘাটের কাছে এসে ডুবে যায়। এ সময় ১২ জন ঘাটে উঠতে পারলেও চারজন ডুবে যান। তারা সাঁতার জানতেন না। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত