রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
জনগণের কাছে ক্ষমা চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২০ PM আপডেট: ০৩.০৯.২০২৪ ৮:১৮ PM
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় মৃত ছয় জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি বাহিনী। এসব জিম্মিকে জীবিত উদ্ধার করতে না পারায় ইসরায়েলি জনগণের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলে যুদ্ধ বিরতি চুক্তি কার্যকরের দাবীতে হাজার হাজার মানুষের বিক্ষোভের দ্বিতীয় রাতে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ক্ষমা প্রার্থনা করেন।

তিনি বলেন, আমি পরিবারগুলিকে বলেছি এবং আজ রাতে এখানে আবারও বলতে চাই, আমি আপনাদের কাছে ক্ষমা চাই যে আমরা তাদের জীবিত ফিরিয়ে আনতে সফল হইনি।


নেতানিয়াহু আরও বলেন, ‘আমরা কাছাকাছি ছিলাম, কিন্তু আমরা সফল হইনি। এ সময় তিনি হামাসের প্রতি আঙ্গুল উচিয়ে বলেন, ইসরায়েল এই গণহত্যাকে সহজভাবে চলতে দেবে না, হামাসকে এর জন্য খুব ভারী মূল্য দিতে হবে।
যদিও হামাস আগেই সতর্ক করেছিল যে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত না হলে আরও মরদেহ "কাফনে করে তাদের পরিবারের কাছে ফিরে যাওয়া" লাগতে পারে। 


এদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি উল্লেখ করে যুক্তরাজ্য ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত করায় আন্তর্জাতিকভাবেও চাপ বেড়েছে নেতানিয়াহুর ওপর।

কিন্তু তারপরও নিজ অবস্থানে অনড় নেতানিয়াহু গাজার ফিলাডেলফি করিডোর ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রাখতে চান।


এদিকে যুদ্ধের প্রায় ১১ মাসেও নেতানিয়াহু জিম্মিদের ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশে সোমবার জিম্মিদের পরিবারসহ হাজার হাজার ইসরায়েলি রাস্তায় নেমে আসে।

টাইমস অফ ইসরায়েল জানিয়েছে যে, জেরুজালেমে প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভে ইসরায়েলি পুলিশ যথেষ্ট আগ্রাসী ব্যবহার করছে বিক্ষোভকারীদের ধাক্কা দেওয়া, মাটিতে ফেলে দেওয়া এবং টেনে নিয়ে যাওয়ার মত কাজ করেছে তারা।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত