সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
আওয়ামী লীগকে ‘ক্ষমা’ করার ঘোষণা দিলেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ২:২২ PM
বিগত ১৫ বছরে জামায়াতের ওপর আওয়ামী লীগ সরকার যে ‘নির্যাতন’ করেছে, তা ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দিয়ে বলেন, কারও ওপর প্রতিশোধ নেবে না তার দল। 

আজ দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর জামায়াত। এ সময় এসব কথা বলেন তিনি।
 
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার বহু গুম খুন করেছে। মিথ্যা বিচার করে জামায়াতের ১১ শীর্ষ নেতাকে হত্যা করেছে। সাংবাদিকরা জাতির বিবেক হওয়া সত্ত্বেও ১৫ বছর কাজ করতে পারেনি। তাদের হত্যা, গ্রেপ্তারের নামে নিপীড়ন করে মুখে তালা লাগিয়ে রাখা হয়েছিল। ৫ আগস্টের পর সেই তালা খুলেছে। 

তিনি বলেন, ভিকটিম হিসেবে কেউ যদি বিচার প্রত্যাশী হয়, তবে তাকে স্বচ্ছ আইনী প্রক্রিয়া নিশ্চিতে সহায়তা করবেন তারা। 

জামায়াতের ওপর যে নিপীড়ন করা হয়েছে সে জন্য কারও প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন জামায়াতের আমীর। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত