মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ভাঙ্গায় মাজারের বট গাছের ডাল কাটা নিয়ে তুলকালাম, আহত ২০
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৪ PM আপডেট: ০৩.০৯.২০২৪ ৪:২১ PM
ফরিদপুরের ভাঙ্গায় মাজারের বটগাছের ডাল কাটা নিয়ে ঘটেছে তুলকালাম কান্ড। এ নিয়ে  দু,দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়। 

প্রতিদ্বন্দ্বী পক্ষের বাড়িঘর ভাৎচুর ও লুটপাটের শিকার হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার কালামৃধা ইউনিয়নের ধানমাত্তা বাজার ও পাশ্ববর্তী  এলাকায়  ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষে  ২০ জন গ্রামবাসী আহত হয়। 

আহতদের ভাঙ্গা উপজেল স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করা হয়েছে।আহতরা হলো -জাহাঙ্গীর খালাসী(৫০) ইমারত খালাসী (৪৫) তৈয়ব খালাসী(৬৫), ইয়াসমিন বেগম, মনির খালাসী, ফরিদ খালাসী, জুয়েল খালাসী। বাকিরা স্থানীয় চিকিৎসা নিয়েছে।

গ্রামবাসী ও পুলিশ  সূত্রে জানা গেছে , উপজেলার থানমাত্তা বাজারে যশোর থেকে জনৈক নুরা পাগলা নামের জনৈক ব্যাক্তি ৫০ বছর পুর্বে ২শ বছরের পুরনো বটগাছের নিচে লাল নিশান, লাল সুতা দিয়ে একটি মাজার তৈরি করেন। সেই বটগাছের নিচে বিভিন্ন সময় সে গান বাজনা সহ প্রতিবছর ওরশ পালিত করেন।  

অনেক ভক্তবৃন্দ প্রতিবছর সেখানে উপস্থিত হয়। বটতলায়  এক মুসলিম বিধবা নারী হালিমা বেগম  মাঝে মাঝেই গাঁজার আসর বসিয়ে নারীপুরুষ একসঙ্গে মিলিত হয়ে মধ্যরাত পর্যন্ত গান বাজনায় লিপ্ত থাকে এমন অভিযোগ করেন অনেকে। তারা অভিযোগ করেন, বহুদিন ধরে ওই বটবৃক্ষের নীচে নুরা পাগলা নামের এক মাজার পূজারী দীর্ঘদিন গানবাজনার আসর বসাতো। তিনি মারা যাওয়ার পরে তার স্ত্রী হালিমা  বেগম  বটতলায় আসর বসায়। 

সম্প্রতি উপজেলার থানমাত্তা বটতলা বাজারে লুৎফর রহমান তালুকদারের একটি দোকান ঘরের উপরে বটগাছের একটি ডাল নেমে পড়ে সমস্যার সৃষ্টি করে। সেই ডালটি  শনিবার( ৩১ আগস্ট) সকালে কেটে ফেলে দোকানের মালিক লুৎফর তালুকদার। সেই বট গাছের একটি ডাল কাটায়  হালিমা ভাঙ্গা থানায় লুৎফর, বাদশা গংদের বিরুদ্ধে  একটি অভিযোগ দেন। 

পুলিশ সোমবার  সন্ধ্যায় তদন্তের জন্য ঘটনাস্থলে যায়। পুলিশের সামনেই  হালিমা  তার পক্ষীয় জাহাঙ্গীর খালাসী, চান মিয়া খালাসী,কুুটিমিয়া, ইমারত খালাসী ও মনির গংরা লুৎফরের উপর হামলা চালায়। এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ভন্ড মাঝার পূজারীদের ধাওয়া করে।  

এ সময় সংঘর্ষে উভয় পক্ষের  কমপক্ষে ২০ জন গ্রামবাসী আহত হন। এ ঘটনায়  গুরুতর আহত বাদশা শরিফ জামাল খালাসী সহ  আট জনকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

ব্যাপারে বাদশা শরীফ জানান, লুৎফর তালুকদারের দোকানের উপর একটা বট গাছের ডাল নেমে পড়ে সমস্যা সৃষ্টি করলে একজন হুজুর ডেকে ডালটি কেটে  ফেলা হয়। এ নিয়ে ভন্ড মহিলা থানায় অভিযোগ করে।পুলিশ তদন্তে আসলে তাদের সামনেই মহিলার পক্ষীয় জাহাঙ্গীরের নেতৃত্বে গ্রামবাসীর উপর হামলা চালায়। পরে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওদেরকে তাড়া করে বাড়ি উঠিয়ে দেয়। 

তিনি অভিযোগ করেন নুরা পাগলার স্ত্রী হালিমা মাঝে মধ্যেই এই বট গাছের নিচে গাঁজার আসর বসায়। মধ্যরাত পর্যন্ত গানবাজনা করে। এতে আমাদের এলাকার মসজিদ-মাদ্রাসার শিক্ষার্থী সহ জনসাধারণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। 

এদিকে স্থানীয়রা জানান,  অভিযোগের প্রেক্ষিতে ভাঙ্গা থানার এস,আই মনির হোসেন সোমবার বিকেলে ঘটনা স্থল পরিদর্শন করেন এবং দুই পক্ষের বক্তব্য শুনে সকলকে শান্ত থাকার অনুরোধ করে চলে আসেন।

পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরে  দোকানদার লুৎফর তালুকদার ও বাদশা শরীফ পক্ষের লোকজনের  এবং নুরা পাগলার পক্ষে জাহাঙ্গির খালাসী লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

পরে লুৎফর ও বাদশা খালাসীর লোকজন জাহাঙ্গির খালাসীর লোকজনের উপর দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সাতটি বাড়িঘর ভাৎচুর ও লুট পাট করে।সন্ধ্যার পর থেকে ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে ২০ জন গ্রামবাসী আহত হয়। আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই মনির হোসেন জানান, বটগাছের ডাল কাটা নিয়ে একটি অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সরেজমিনে গিয়ে দেখতে পাই, একটি দোকানের উপর ডাল পড়ায় সে দোকানদার ঐ ডালটি কেটে ফেলে। ডালকাটা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছে।  

আমি ২ পক্ষকে শান্ত থাকার অনুরোধ করে চলে আসি । পরে শুনতে পাই তারা ২ পক্ষ মারামারি করছে। এঘটনায় এখনও পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত