সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৪৯ PM
রাজবাড়ীর পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন ইয়ামীন আলী'র অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল- সমাবেশ ও ইউএনও বরাবর স্বারকলিপি দিয়েছে কলেজের শিক্ষার্থীরা। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাংশা সরকারি কলেজ এর আয়োজনে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ কর্মসূচি পালিত হয়। বেলা সাড়ে এগারোটার দিকে পাংশা সরকারি কলেজ প্রাঙ্গন থেকে কয়েকশত শিক্ষার্থী মিছিল নিয়ে অধ্যক্ষের বিরুদ্ধে নানা স্লোগান দিতে দিতে পাংশা উপজেলা পরিষদে যান। 

সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন, তারা বলেন, সাবেক রেল মন্ত্রী জিল্লুল হাকিমের সাথে সখ্যতা গড়ে তুলে  বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন অধ্যক্ষ। 

রশিদ ছাড়াই অতিরিক্ত টাকা গ্রহন, টিউটোরিয়াল পরিক্ষার নাম করে এবং অভ্যন্তরীন পরিক্ষায় ফেল করা শিক্ষার্থীদের নিকট থেকে বার বার টাকা জামানত গ্রহন। 

বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামীলীগ দলীয় নেতার মত বক্তব্য দেয়া, কলেজ মসজিদের মালামাল দখল করা, শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারিদের সাথে দূর্ব্যবহার এবং কলেজের গাছের আম কাঁঠাল খাওয়ায় ছাত্র ছাত্রীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা সহ নানা অনিয়ম, দূর্নীতি ও সেচ্ছাচারিতায় যুক্ত অধ্যক্ষ ইয়ামিন আলী। তারা আরও বলেন, কলেজের সুষ্ট পরিবেশ রক্ষার জন্য আমরা এই অধ্যক্ষের অপসারন দাবি করছি।  

সংক্ষিপ্ত সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি দেন শিক্ষার্থীরা।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত