বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে আরেক হত্যা মামলা
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪, ৭:২৬ PM
পটুয়াখালী পৌরসভার আলোচিত সদ্য সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদ এর বিরুদ্ধে আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর বাড্ডা থানায় মামলাটি রুজু করা হয়। এর আগে গত ২৯আগষ্ট ঢাকার সিএমএম আদালতে অভিযোগ দায়ের করেন বাড্ডা এলাকায় ছাত্র আন্দোলনে নিহত মোঃ সিরাজুল ইসলাম বেপারির খালাত ভাই মোঃ হাসিবুল হাসান লাবলু। পরে আদালতের নির্দেশে বাড্ডা থানার অফিসারস ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম অভিযোগটি এজাহার হিসাবে রুজু করেন। বাড্ডা থানায় মামলা নং ১ তারিখ ১/৯/২০২৪ইং।

মামলায়ে মোট ১২০জনকে আসামী করা হলেও পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদকে ১৩নং আসামী করা হয়েছে। এছাড়াও পটুয়াখালীর আরো কয়েকজনের নাম রয়েছে আসামীর তালিকায়। বাকী আসামীদের তালিকায় কেন্দ্রিয় ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের নেতা এবং সাবেক মন্ত্রী ও এমপিরা রয়েছেন।

জানা গেছে, দেশে মুক্তিকামী ছাত্রজনতার ন্যায্য ও যৌক্তিক দাবীতে শান্তিপূর্ন আন্দোলন চলাকালে গত ৫ আগষ্ট সকাল ১০টার সময় একটি মিছিলে অংশ গ্রহণ করেছিল সিরাজুল বেপারি। এসময় আসামীরা আগ্নেয়াস্ত্রে ও দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া শান্তিপূর্ন মিছিলে আক্রমন চালিয়ে মুক্তিকামী ছাত্রজনতার আন্দোলন স্তব্ধ করার জন্য আসামীদের কাছে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র দ্বারা গুলিবর্ষন শুরু করে।  এরই প্রেক্ষিতে আসামীদের ছোড়া পরপর তিনটি বুলেটে মোঃ সিরাজুল বেপারি গুলিবিদ্ধ হয়। পরে ওই দিন বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রসঙ্গত, সরকারী খাল দখল করার অভিযোগে ২০২২ সালের ৬ অক্টোবর তৎকালীন নদী রক্ষা কমিশনের উপস্থিতিতে মেয়র মহিউদ্দিন আহমেদ বেপারি বাড়ী এলাকার জুলফিকার আলী তালুকদারের ছেলে মাকসুদুর রহমানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মাকসুদুর রহমানকে মারধর করা হয়। এ ঘটনার কয়েকঘন্টা পর ঘটনাস্থল থেকে খানিক দূরে শ্মশানের মধ্য থেকে মাকসুদুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনার ৯দিন পর ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাষ্টিষ্ট্রেট আদালতে মেয়র মহিউদ্দিন আহমেদকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাতিজা এনাহক হক তালুকদার।  

মামলাটি পটুয়াখালীর সিআইডিকে তদন্ত প্রতিবেদন দেয়ার আদেশ দেন বিজ্ঞ আদালত। কিন্তু ক্ষমতার জোড়ে এখন অবদি সেই প্রতিবেদন আলোর মুখ দেখেনি।

এছাড়া গত ৫ আগষ্টের পর ঢাকার দুদক অফিস থেকে পটুয়াখালী দুদক অফিসে দূর্নীতির দুটি মামলার তদন্ত চলমান আছে সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে। এ ব্যপারে তার ব্যবহৃত ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত