বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫ ১১ বৈশাখ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫
পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:১১ PM
রূপগঞ্জে পোস্টার লাগানো কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের লোকজন উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুলের লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেন। পরে উপজেলা যুবদলের সদস্য সচিব বাবুলের নেতৃত্বে একটি দল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদের একটি বাইকে আগুন দেয় ও তার মালিকানাধীন একটি প্রাইভেটকারে ভাঙচুর চালায়।

একপর্যায়ে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসানের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর লুটপাট চালায়। হামলাকারীরা তার বাসায় থাকা স্বর্ণালংকার ও মালামাল লুট করে নিয়ে যায়।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিলাম। গতকাল শুক্রবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদের লোকজন ইছাখালী এলাকায় বাজারে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলেন। এতে প্রতিবাদ জানালে তারা আমার বাড়িঘরে হামলা ভাঙচুর লুটপাট চালায়।

তিনি বলেন, তারা আমার বাড়িতে থাকা স্বর্ণালংকার লুটপাট চালায়। মালামাল ভাঙচুর করে এতে প্রায় ৮-১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদ বলেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব বাবুল, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসেরের নেতৃত্বে আমার একটি বাইক আগুনে পুড়ে দেয়।

তিনি বলেন, তারা আমার মালিকানাধীন একটি প্রাইভেটকার ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। আমার লোকজনকে আহত করেছে। আমি বাড়িতে না থাকায় বলতে পারছি না কে কে আহত হয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত