বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
মহাসড়কে প্রকাশ্যে ঘুষ আদায়কালে ১১ ট্রাফিক গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৩ PM
দক্ষিণ আফ্রিকার পোলোকোয়ানে থেকে মুসিনা পর্যন্ত মহাসড়কে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জন ট্রাফিক অফিসার গ্রেফতার হয়েছে। 

পোলোকোয়ানে থেকে মুসিনা পর্যন্ত মহাসড়কে ভ্রমণকারী বাস-ট্যাক্সি ড্রাইভার এবং মোটরচালকদের কাছ থেকে ঘুষ-চাঁদাবাজিসহ বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ১১ জন ট্রাফিক অফিসারকে গ্রেফতার করেছে রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশন (আরটিএমসি)। আটকদের মাঝে ১০ জন পুরুষ এবং একজন মহিলা রয়েছে। 
জানা গেছে, গ্রেফতার হওয়া অফিসারদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে ঘুষ নেওয়া, চাঁদাবাজি এবং যান চলাচল আইনের লঙ্ঘনকে উপেক্ষা করা। 

দক্ষিণ আফ্রিকার স্থানীয় তদন্ত বিভাগ এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছে। সংস্থাটি হাইওয়ের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। গ্রেফতারকৃতদের শীঘ্রই পোলোকওয়ানে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। তারা আরও তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত