মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিটিএসের সঙ্গে দেখা করতে পালায় মাদ্রাসার ৫ ছাত্রী!
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬:২৭ PM
জয়পুরহাটের কালাই উপজেলার একটি মাদ্রাসার ৫ ছাত্রীকে নিখোঁজ হওয়ার পর বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে তাদের পরিবারের জিম্মায় দেয়া হয়। জানা গেছে, ছাত্রীরা দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের ভিডিও দেখে আসক্ত হয়ে মাদ্রাসা থেকে পালায় এবং ঢাকায় যাওয়ার পরিকল্পনা করে।

মাদ্রাসার প্রধান শিক্ষক কামরুন্নাহার অভিযোগ করেন যে, শুক্রবার ফজরের নামাজের পর ৫ ছাত্রীকে পাওয়া যাচ্ছিল না। মাদ্রাসা কর্তৃপক্ষ খোঁজ নেওয়ার পর তাদের সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন।
জানা যায়, ৫ ছাত্রীর মধ্যে ৩ জনের ট্রাংকে চিরকুট পাওয়া যায়, যেখানে লেখা ছিল, ‘প্রিয় মা-বাবা, তোমাদের কষ্ট দিতে চাই না, আমরা আবার ফিরে আসব।’ পরে পুলিশ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।

এ ঘটনার পর সেনাবাহিনীর একটি দল মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে সতর্ক থাকার পরামর্শ দেয়।

পুলিশ জানায়, একজন ছাত্রী কানের গয়না বিক্রি করে ঢাকায় যাওয়ার জন্য অর্থ সংগ্রহ করেছিল। তবে মাঝপথে তারা নিজেদের ভুল বুঝতে পেরে বগুড়ার মহাস্থানগড় বাসস্ট্যান্ডে ফিরে আসে। সেখান থেকেই পুলিশ তাদের উদ্ধার করে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত