মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
টঙ্গী বিসিকে বিএনপির অবস্থান কর্মসূচি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩৭ PM
গাজীপুরের টঙ্গীতে গার্মেন্টসসহ বিভিন্ন শিল্প কারখানায় দাবি-দাওয়া আদায়ের নামে নৈরাজ্য, বিশৃংখলা ও ভাংচুর ঠেকাতে বিএনপির নেতৃবৃন্দরা টানা চতুর্থ দিনের মত অবস্থান কর্মসূচির পালন করেছেন। 

শনিবার সকাল ৯টা থেকে বিসিক লিলি ফুডের মোড় এলাকায় অবস্থান নেয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এনিয়ে একটানা চারদিন যাবত চলছে এই কর্মসূচি।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে থানা বিএনপির সাধারন সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহবায়ক আকবর হোসেন ফারুক, নুর-ই মোস্তফা খান,  সবিরুল গাজী, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী, ইয়াসির আরাফাত মিন্টু, মিজানুর রহমান বেপারি, আবুল কালাম আজাদ মিন্টু, কাউসারুল ইসলাম, আমিনুল ইসলাম আমিন, শাহিন আহম্মেদসহ বিএিনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, একটি স্বার্থান্বেসী মহল কিছু শ্রমিক ও বহিরাগত লোকদের উস্কানী দিয়ে বিক্ষোভের নামে ভাঙচুর ও নৈরাজ্য সৃষ্টি করে শিল্প কারখানা ধ্বংস করতে চায়। শিল্প কারখানায় কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশে আমারা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বদ্ধ পরিকর। আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আমাদের কার্যক্রমে আইনশৃঙ্খলা বাহিনীসহ কারখানার মালিক-শ্রমিক সবাই খুশি।  
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত