রবিবার ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
রবিবার ২০ এপ্রিল ২০২৫
বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ‍্যে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৬ PM
গাজীপুরে পথরোধ করে বিএনপি নেতাকে  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম  করেছে দুষ্কৃতিকারীরা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের সদর থানাধীন  ৩১ নং ওয়ার্ডের ধীরাশ্রম এলাকায়। 

ভুক্তভোগী ও স্বজনরা জানায় বৃহস্পতিবার সন্ধ‍্যা গাছা থানা বিএনপির প্রবাসী বিষয়ক সম্পাদক  মোঃ আলম মিয়া (৪৬) কে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সদর থানা শ্রমিকলীগের সভাপতি ও ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আলমাস মোল্লা ও তার তিন ভাইসহ  ভাতিজা ইব্রাহিম মোল্লার ছেলে মোঃ রাকিব মোল্লা (৩৬), মতিন মোল্লার ছেলে মোহাম্মদ শাওন (২৫), মাসুদ মোল্লার ছেলে মোঃ সাকিব মোহাম্মদ জাকির সহ  আরোও  ৭/৮ জনকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীর পথ রোধ করে হঠাৎ কিছু বোঝার আগেই আলমাস মোল্লার পিছনে থাকা ধারালো অস্ত্র দিয়ে  মাথায় একাধিক কোপ দেয়ে। এতে বাম হাতে গুরুতর যখম হয়। এরপর নিজেকে বাঁচানোর জন্য দৌড়াইয়া পালাতে চেষ্টা করলে রাকিব মোল্লা দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে।

আলম মিয়ার ডাক চিৎকারে আশেপাশে লোকজন জড়ো হলে হামলাকারিরা পালিয়া যান। চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  হাতে ২০-২৫টা সেলাই লাগে। উন্নত চিকিৎসার জন্য উত্তরার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত