মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ধামরাই পৌরসভায় সাপ্লাই পানি বন্ধের দাবিতে মানববন্ধন
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৭ PM
ঢাকার ধামরাই পৌরসভায় জনস্বাস্থ্য প্রকৌশলী বিভাগের সাপ্লাই পানি প্রকল্প বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ধামরাই পৌরবাসী। সাপ্লাই পানি চাইনা, এই প্রকল্প বন্ধ করুন এমন স্লোগান দেয় এলাকার জনগণ।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই উপজেলা পরিষদ চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে পৌরবাসী একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ধামরাই বাজার সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধামরাইয়ে পানির স্তর খুব কাছাকাছি এবং আমরা সহজেই সুপেয় ও নিরাপদ পানি পাচ্ছি। কোন একটা কুচক্রী মহল নিজেদের পকেটে মোটা অংকের টাকা নেয়ার জন্য এই প্রকল্প পাশ করিয়েছে। আমাদের সাপ্লাই পানির কোন প্রয়োজন নেই।

মানববন্ধনে অংশগ্রহণ করেন, ব্যবসায়ী, চাকরিজীবী, ব্যাংকার, সাংবাদিক ও ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত