মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিজিবির ও ছাত্র জনতার সমন্বয়ে রাস্তা সংস্কার
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:২৯ PM
লালমনিরহাটে সীমান্তে জোংড়া ইউনিয়নের জোড়া ব্রিজ এর উভয় পার্শ্বের মাটি ধ্বসে যাওয়ায়, রাস্তার বেহাল দশায় স্কুল কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। 

তবে এবার সেই অবহেলিত রাস্তাটি  বিজিবির উদ্যোগে ও স্থানীয় ছাত্র জনতার স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ হয়েছে। এখন ঝুঁকি মুক্তভাবে মানুষ চলাচল করতে পারবে।

সম্প্রতি ভারি বৃষ্টিপাতে পানির স্রোতের কারণে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধরলা নদীর নিকটবর্তী সরকারেরহাট এলাকার জোড়া ব্রিজ এর উভয় পার্শ্বের রাস্তাটির মাটি ধ্বসে যাওয়ায় উক্ত ব্রিজের পার্শ্ববর্তী প্রায় ১২০ ফুট দীর্ঘ অংশ ভেংঙ্গে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করেন প্রায় ১৫ (পনের) হাজার মানুষ। 

স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে এমনকি অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছাতেও ভীষণ দুর্ভোগ পোহাতে হতো এলাবাসীর। বিষয়টি বিজিবি অবগত হলে স্থানীয় জনসাধারণের দূর্ভোগের কথা বিবেচনা করে রংপুর সেক্টরের নির্দেশনায় ৬১ বিজিবি'র উদ্যোগে স্থানীয় ছাত্র জনতার সমন্বয়ে শনিবার সকালে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সদস্যরা এবং স্থানীয় ছাত্র-জনতার সহায়তায় গ্রামবাসী নিজেদের স্বেচ্ছাশ্রমে রাস্তাটি সংস্কারে এগিয়ে আসেন। প্রায় ৩৩৫ ফুট প্যালাসাইড, ১৫,০০০ সিএফটি মাটি, ০২টি সাইড ড্রেনসহ আনুষঙ্গিক সড়ক পৃষ্ঠতল নির্মাণ এবং ৫০টির বেশি বৃক্ষ রোপন ও টার্ফিং স্থাপনসহ রাস্তা  সংস্কারের কাজ শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তিস্তা ব্যাটালিয়ন- ৬১ বিজিবি'র অধিনায়ক লে: কর্ণেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম পিএসসি সহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত