সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
গৌরনদীতে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৫৯ PM
বরিশালের গৌরনদী উপজেলার চন্দ্রহার কৈলাশচন্দ্র-রামের চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিকের একাধিক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে একদফা পদত্যাগের দাবিতে বিদ্যালয়ের মাঠে মানববন্ধন কর্মসুচি ও বিক্ষোভ করেছেন কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। রোববার সকালে দুই ঘন্টা ব্যাপী এ কর্মসুচি চলে।  

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয়রা জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকের গঠিত শ্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দূর্নীতিবাজ পকেট কমিটি মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে অযোগ্য শিক্ষককে পাশ করিয়ে শিক্ষাঙ্গনে যোগদান করান। 

এ ছাড়া প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিকের বিদ্যালয়ে নানান অপকর্ম ও দূর্নীতির কথা তুলে ধরে অসৎ উপায় নিয়োগকৃত  অযোগ্য সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ অতিদ্রুত বাতিল সহ প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিকের পদতাগের একদফা দাবি জানান।

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিয়মতান্ত্রিক ভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছি। কোন অনিয়মে জড়িত আমি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত