বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
টঙ্গীতে সাবেক অধ্যক্ষকে ফেরানোর দাবিতে মানববন্ধনে দুই সাংবাদিক লাঞ্চিত
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৭:১৭ PM
গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে স্বপদে বহাল ও সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমানে নিয়োগ বাতিলের দাবীতে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের  সম্মিলিত ছাত্র সমাজ ও অভিভাবকবৃন্দ। 

রবিবার সকাল টঙ্গী বাজার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে প্রতিপক্ষের বাঁধার মুখে পড়েন এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সংবাদকর্মী দৈনিক যায়যায়দিন রেজাউল করিম রাজীব ও দৈনিক বিজনেস বাংলাদেশের কালিমুল্লাহ ইকবাল লাঞ্চিত হয়েছেন। পরের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের মধ্যস্থতায় বিকেলে তাদের উদ্ধার করা হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় কতিপয় আওয়ামী লীগ নেতা দীর্ঘ দিন যাবৎ প্রতিষ্ঠানটি থেকে অবৈধ উপায়ে সুবিধা নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। কিন্তু প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের সচেতন ভূমিকার কারণে তারা সফল হয়নি। 

ফলে তারা ষড়যন্ত্রের মাধ্যমে অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে সরিয়ে তার স্থানে দলীয় অনুগত সহকারি প্রধান শিক্ষক ও ৫৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক মজিবুর রহমানকে তার স্থলাভিষিক্ত করার চেষ্টা চালিয়ে আসছিলেন। 

অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে তাদের সকল ষড়যন্ত্রমূলক অভিযোগ ইতিপূর্বে শিক্ষামন্ত্রনালয়ের তদন্তে মিথ্যা প্রমাণিত হয়। ফলে ১৯ আগষ্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে বহিরাগত কতিপয় উশৃংখল তরুণ-যুবকের চাপে পদত্যাগ করেন সিরাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমান। এরপর তার পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেওয়া হয় মজিবুর রহমানকে। এরপর থেকে প্রতিষ্ঠানটির কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। এঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা বলপ্রয়োগে পদত্যাগী অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে স্বপদে পূর্ণবহালের জোর দাবি জানান।

কতিপয় সাবেক শিক্ষার্থীদের দাবী, সাবেক অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ থাকায় তাকে সরানো হয়েছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে সিরাজউদ্দিন সরকার স্কুল এন্ড কলেজেরে সহকারি প্রধান শিক্ষক মুজিবর রহমান বলেন, আমি কোনো ষড়যন্ত্রে জড়িত নই। বরং আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র হচ্ছে। অধ্যক্ষকে অপসারণে আমার কোনো ভূমিকা ছিল না। এটি ক্ষুব্ধ সাধারণ ছাত্রদের কাজ।

এব্যাপারে যোগাযোগ করা হলে সাবেক অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, ২০০৮ সাল থেকে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলে আসছে। স্থানীয় স্বার্থান্বেষী একটি মহল বহিরাগত কথিত ছাত্রদের দিয়ে আমাকে অফিসকক্ষে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছে। আমি অন্যায় ও বৈষম্যের শিকার।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত