বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
কেমন আছে খালেদা জিয়া সাজ নেওয়া শিক্ষার্থী তাহা ও তারা পরিবার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৫ PM
নড়াইলের লোহাগড়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামের অনুষ্ঠানে বাংলাদেশের নারী নেতৃত্বের অগ্রগতি, সকল ক্ষেত্রে নারীদের ভুমিকা, নারীরা যে পিছিয়ে নেই এমন একটি ডিসপ্লে প্রদর্শন করা হয়।

ওই ডিসপ্লেতে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, স্পিকার ডঃ শিরিন শারমীন চৌধুরী, নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত, পুলিশ কর্মকর্তা, নারী ক্রিকেটার ও ফুটবলারসহ নারীদের অবস্থান তুলে ধরা হয়। উল্লেখিত নারীদের সাথে ডিসপ্লেতে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকেও প্রদর্শন করা হয়। 

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজ নিয়ে ছিলো লক্ষিপাশা দি লিটল সেইন্ট ইন্টারন্যাশনাল স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী আন নূর জাহান তাহা। সে সময়ি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তসলিম উদ্দিনকে শোকজ করা হয়। 

চাকুরী থেকে বরখাস্ত করা হয় শিক্ষার্থী আন নূর জাহান তাহার পিতাকে। ঘটনাটি ঘটে ২০২৩ সালের ২৬ মার্চ নড়াইলের লোহাগড়া উপজেলায়।

এঘটনায় ‘দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুল’ কর্তৃক প্রদর্শিত ডিসপ্লেটি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানের সাথে সংগতিপূর্ণ নয় এবং প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে মর্মে উল্লেখ করে ২৭ মার্চ লোহাগড়া উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী উক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে এবং পাঁচ কার্য দিবসের মধ্যে জবাব দানের অনুরোধ করেন।

কেমন আছে এখন খালেদা জিয়া সাজা সেই শিক্ষার্থীর পরিবার জানতে চাইলে শিক্ষার্থী'র মা হালিমা আক্তার বলেন, ২০২৩ সালে ২৬ মার্চ লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমার মেয়ে মনের ভালো লাগা থেকে বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজে। 

বেগম খালেদা জিয়ার প্রতীকী সাজের কারনে অনুষ্ঠানের মাঠেই আওয়ামীলীগের নেতা কর্মীরা আমাদের বিভিন্ন ভাবে অপমান হুমকি-ধামকি ও হেনস্তা করে। 

স্কুলের যে ম্যাডাম আমার মেয়েকে সাজিয়ে ছিলো তাকে নানা ধরনের ভয়-ভি’তি হুমকি দেয় আওয়ামীলীগের নেতা কর্মীরা। স্কুলের প্রধান শিক্ষকে শোকজ করে উপজেলা প্রশাসন। আমার স্বামী লোহাগড়া পৌরসভায় কর্মরত সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়।

তিনি আরো বলেন, পরবর্তীতে বিভিন্ন সময়ে পুলিশ, ডিবি পুলিশ নানা ভাবে আমাদেরকে ও ম্যাডামকে হয়রানি করছে। রাত বিরাতেও পুলিশ, ডিবি পুলিশ বাড়ি এসে অনেক চাপ দিত, এত বড় সাহস কোথায় পাইছিস। আমাদের মোবাইল ফোনও ট্রাকিং করা হত। আমার মেয়ে ভয়ে স্কুলে যেতে পারতনা।

তিনি জানান, বিএনপি নেতারা আমাদের পাশে ছিল সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্ত্রী, ওনার ছেলে অনিন্দ্য ইসলাম অমিত ও নড়াইলের বিএনপির নেতারা আমাদের বাসায় আসছিল। 

জাইমা রহমান পাঠাগার থেকে আমার মেয়ের জন্য উপহার ও পাঠিয়েছিলো। এখন ছাত্র ভাইদের মাধ্যমে দেশ নতুন করে স্বাধীন হয়েছে আমি চাই এখন যেন কোনো শিশু কোনো পরিবার যেন রাজনৈতিক চাপে, প্রশাসনিক চাপে না পড়ে সবাই যেন স্বাধীন ভাবে বাঁচতে পারে।

শিক্ষার্থী আন নূর জাহান তাহা বলেন, আমি খালেদা জিয়া সাজায় অনেক ভয় দেওয়া হয়। আমি সব সময় ভয়ে থাকতাম। বন্ধুদের সাথে খেলতে যেতে পারতামনা। আনন্দ-ফুর্তি করতে পারতাম না। সরকার পদত্যাগ করায় আমি অনেক খুশি এখন আর আমার কোনো ভয় নেই। আমি যখন খুশি আবার খালেদা জিয়া সাজতে পারব।

দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক তসলিম উদ্দিন জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে দেশের বিভিন্ন সেক্টরে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারই প্রামান্য চিত্র ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়। তখন আমাকে নানা ধরণের হুমকি দেওয়া হয়েছে। শোকজ করা হয়েছে। লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কামাল ভূঁইয়া শিক্ষকদের লাঞ্চিত করে। আমার স্কুল এখন সুন্দর ভাবে চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত