দেশের চলমান পরিস্থিতিকে বিবেচনা করে নীলফামারীর ডিমলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ডিমলা ব্যবসায়ী ইউনিট শাখার ডাকে গতকাল রোববার (০৮ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের টিএন্ডটি রোডের টিভিএস শোরুমে ব্যবসায়ীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময সভায় টিভিএস শোরুমের ব্যবস্থাপনা পরিচালক আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুস ছাত্তার, ডিমলা থানা আমীর মাওঃ মজিবুর রহমান, ডিমলা ইউনিয়ন আমীর মাওঃ নুর মোবাশ্বির, ডিমলা ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওঃ মোঃ আশরাফুল ইসলাম, থানা কর্ম পরিষদ সদস্য মোঃ আব্বাস আলী, ডিমলা ইউনিয়ন টিম সদস্য মাওঃ তহিদুল ইসলাম ও ডাঃ রেজাউল করিম।
কোন প্রকার ভয়ভীতি ছাড়াই তাদের ব্যবসা পরিচালনার আশ্বাস প্রদান করে বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ সব সময় আপনাদের পাশে আছে।
সভায় অংশ গ্রহন করেন ডিমলা সদরের বাবুরহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ এ সময় জামায়াতে ইসলামী বাংলাদেশকে তাদের খোঁজ খবর সুবিধা অসুবিধার বিষয়ে মত বিনিময় সভার আয়োজন করার জন্য ব্যবসায়ীদের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেন।