মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
নড়াইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০৪ PM


নড়াইলে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন সার্ভেয়াররা। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদের প্যাডে এ স্মারকলিপি প্রদান করা হয়। 

স্মারকলিপিতে বলা হয়েছে, সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত রয়েছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা বৈষম্যের শিকার। একই সমমানের প্রকৌশলীরা ১০ম গ্রেডে কর্মরত থাকলেও ১৪, ১৫ ও ১৬ তম গ্রেডে চাকরি করছেন সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারা। তাঁরা চান দ্রুত এ বৈষম্যের নিরসন হোক, না হলে উন্নয়ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এসময় জেলা প্রশাসকের কার্যালয়ের মো. জহিরুল ইসলাম, সদর উপজেলার মো. মোয়াজ্জেম হোসেন, কালিয়া উপজেলার বাবুল আক্তার, সড়ক ও জনপথের মামুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের আশরাফুল ইসলাম, শামসুল আলমসহ জেলার বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভেয়াররা উপস্থিত ছিলেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত