বুধবার ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
বুধবার ২৩ এপ্রিল ২০২৫
মঠবাড়িয়ায় আ:লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৫ PM
পিরোজপুরের মঠবাড়িয়ায় আ:লীগ নেতা ও টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের বিরুদ্বে জমি দখলের অভিযোগ উঠেছে। 

এঘটনায় বুধবার সকাল ১০ টায় উপজেলার ৬নং টিকিকাটা ইউনিয়নের ভেসকি গ্রামে মানববন্ধন  করেন ভূক্তভুগী পরিবার ও স্থানীয়রা। ঘন্টাব্যপী এ মানববন্ধনে প্রায় শতাধিক নারী পুরুষ অংশ নেয়।

এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো: শহিদুল ইসলাম জমাদ্দার, হাফেজ মো: খলিলুর রহমান, মো: রুহুল আমিন দুলাল, মো: বাবুল হাওলাদার, মোসা: সাহিদা বেগম, মোসা: কুলসুম বেগম, জাকিয়া, মমতাজ, হালিমা বেগম, শাহিদা প্রমুখ।

এসময় বক্তারা অভিযোগ করেন, রফিকুল ইসলাম রিপন (চেয়ারম্যান) বিভিন্ন সময়ে ভেচকী প্যাদা বাড়ির লোকজনের ক্ষতি করিয়া আসতেছে। 

চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন মাসুম প্যাদার এজমালী ২৬ শতাংশ জমির উপর নির্মিত বসতবাড়ি ভয়ভীতি ও জোর পূর্বক চাপ সৃষ্টি করে কিনে নিতে চায় এবং ওই জমির উপর থাকা ঘর বাড়িরসহ গাছপালার ব্যাপক ক্ষতি করে। যাহার ক্ষতির পরিমান প্রায় ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকা।

ভুক্তভোগী মো: শহিদুল ইসলাম জমাদ্দার জানান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন তার ৬৬ শতাংশ জমি দখল করিয়া সরকারি পুকুর খনন করেছে। পুকুর খননের জন্য নির্ধারিত জমিতে পুকুর খনন না করে তার বাড়ির সামনে আমার জমিতে জোর করে পুকুর খনন কওে দখলে নেয়। প্রতিবাদ করলে মিথ্যা মামলা, হামলার ভয়ভীতি দেখায়।

এলাকাবাসী জানান, রিপন চেয়ারম্যান আ’লীগের নেতা হওয়ায় তার বিরুদ্বে কেউ কথা বলার সাহস পেত না। তার বিরুদ্বে কথা বললে নির্যাতনের শিকার হতে হইতো। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করত।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার। আমি সরকার পতন ও রাজনৈতিক পরিস্থিতির স্বীকার। আমি মাসুম প্যাদার থেকে ২৬ শতাংশ জমি চার লক্ষ টাকায় ক্রয়ের উদ্দেশ্যে ৩,০০,০০০ (তিন লক্ষ ) টাকা প্রদান করেছি। কিন্তু মাসুম প্যাদা আমার জমির রেজিস্ট্রি না দিয়ে টালবাহানা করছে। অপরদিকে শহিদুল ইসলাম জমাদ্দারের সাথে ৬৬ শতাংশ জমি এওয়াজবদল করে পুকুর খনন করি। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষপট পরিবর্তনের কারনে আমার বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত করছে। 




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত