মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সাটুরিয়ায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেল স্ত্রীসহ ৩ জনের শরীর
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ২:২২ PM
মানিকগঞ্জের সাটুরিয়ায় দাম্পত্যকলহের জেরে স্ত্রীসহ তিনজনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী হাসান আলীর বিরুদ্ধে।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন, হাসান আলীর স্ত্রী শারমিন আক্তার (৩০) চাচী শিরিন আক্তার (৫৫) চাচাতো ভাই রুবেল হোসেন (৩২)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে সাটুরিয়া উপজেলার গওলা গ্রামে এই ঘটনা ঘটে। এরপর থেকেই পলাতক রয়েছে স্বামী হাসান আলী।

গুরুতর আহতাবস্থায় তাঁদেরকে উদ্ধার করে কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। সেখান থেকে তাঁদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জানি ইনস্টিটিউটে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।
  
সাটুরিয়া থানা পুলিশ, ভূক্তভোগী পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে ধামরাইয়ের রাজাপুর গ্রামের হাসান আলীর সঙ্গে সাটুরিয়া উপজেলার গওলা গ্রামের মৃত আতোয়ার হোসেনের মেয়ে শারমিন আক্তারে বিয়ে হয়।

এই দম্পতির ৮ বছরের এক ছেলে সন্তান রয়েছে। কয়েক বছর ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহ দেখা দেয়। এ নিয়ে হাসান তাঁর স্ত্রী শারমিনকে মারধরও করতেন। এই দাম্পত্য কলহের জেরে গত সোমবার অভিমান করে ছেলেকে নিয়ে শারমিন গওলা গ্রামে বাবার বাড়িতে চলে আসেন।

শুক্রবার সকালে হাসান শ্বশুরবাড়িতে আসেন। সেখানেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে শারমিন পাশের চাচার বাড়িতে যান। সকাল ১০টার দিকে হাসান চাচা শ্বশুরের ঘরের ভেতর গিয়ে শারমিনের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেন। এ সময় চাচী শিরিন ও চাচাতো ভাই) রুবেল তাঁকে উদ্ধার করতে গেলে তাঁদের শরীরেও কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেন।

এতে শারমিন ও তাঁর চাচী শিরিন ও চাচাতো ভাই রুবেলের গায়ে আগুন ধরে যায়। পরে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে তাঁদের তিনজনের শরীর আগুনে ঝলসে যায়। খবর পেয়ে এলাকাবাসী তাঁদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ দিকে শারমিনকে মানিকগঞ্জ জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে তাঁদেরকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হলে শারমিনের মামা বাসু জানান, বিনা কারণে হাসান তাঁর ভাগ্নি শারমিনকে প্রায়ই মারধর করতেন। এ নিয়ে সামাজিকভাবে মিমাংসার জন্য একাধিকবার গ্রাম্য সালিশও হয়েছে। সকালে তাঁর ভাগ্নিকে হত্যার উদ্দেশে হাসান শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁকে উদ্ধার করতে গেলে ভাগ্নির চাচী ও চাচাতো ভাইকেও একইভাবে আগুন দিয়ে ঝলসে দেয় হাসান।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো জানান,স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্যকলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে ঘটনায় লিখিত কোন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত