টাঙ্গাইলের ভূঞাপুরে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর বীমা গ্রাহকদের মৃত বীমা দাবির চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড ভূঞাপুর এজেন্সির উদ্যোগে গোবিন্দাসী শাহীন প্রামাণিক টাওয়ারের দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় ৫ জন মৃত ব্যক্তির অকাল মৃত্যুতে তাদের প্রাপ্য বীমা দাবি টাকার চেক হস্তান্তর করা হয়।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভূঞাপুর এজেন্সির ইনচার্জ আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড টাঙ্গাইলের জেনারেল ম্যানেজার আলহাজ্ব এম এ হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম আকন্দ শাপলা, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খোকা, ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুহিন, রেলওয়ে চাকুরীজীবি বীমা গ্রাহক রেজাউল করিম সহ সাংবাদিক ও স্থানীয় ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহ আলম সরকার।