সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
বিএনপির সুনাম বিনিষ্টকারীদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না : গয়েশ্বর চন্দ্র
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:১২ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হানাহানি, ভেদাভেদ চায় না মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেখ হাসিনা সরকারের পতন-পরবর্তী একটি স্বার্থান্বেষী মহল বিএনপির সুনাম বিনিষ্ট করার পায়তারা করছে। কারো কারণে দলের সুনাম নষ্ট হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না।

গতকাল শুভাঢ্যা ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতেতে জাতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা মিলেমিশে দেশটাকে গড়তে চাই। এসময় তিনি দলের নেতাকর্মীদের সংগঠনবিরোধী কাজে না জড়ানোর নির্দেশনা দেন।

এসময় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা নাজিম উদ্দীন মাস্টার, দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন, সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নফরুল ইসলাম খান আওয়াল, শুভাঢ্যা ইউনিয়ন ১নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম ফারুক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদল আহবায়ক কমিটির অন্যতম সদস্য শরিফ আহমেদ ও ইমতিয়াজ আহমেদ শাকিল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম, শুভাঢ্যা ১.২.৩ ইউনিট বিএনপির সভাপতি চঞ্চল ও সাধারণ সম্পাদক বাদলসহ নেতাকর্মীরা । 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত