মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ইবিতে শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবিতে ছাত্রদের সমাবেশ
ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৩২ PM
একমাসের বেশি সময় ধরে উপাচার্যশূন্য কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে একাডেমিক স্থবিরতা দূরীকরণে যোগ্য, দুর্নীতিমুক্ত, সংস্কারমনা, শিক্ষার্থীবান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে মিছিল ও ছাত্র সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। যেটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারও প্রধান ফটকে এসে এক ছাত্র সমাবেশে রূপ নেয়।

ছাত্র সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয় সমন্বয়ক মখলেচুর রহমান সুইট, সহ সমন্বয়ক নাহিদ হাসান, ইয়াশিরুল কবির সৌরভ, তানভীর মাহমুদ মন্ডল, সাদিয়া মাহমুদ মীম, সায়েম আহমেদ, হাসানুল ওলি বান্নাসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এসময় শিক্ষার্থীদের হাতে, বিশ্বমানের ভিসি চাই, সংস্কার মনা ভিসি চাই, সেশনজটের কবর দে, ইবির আঙ্গিনায় দূর্নীতিবাজের ঠাঁই নাই। ইত্যাদি লেখা সম্মিলিত ফেস্টুন দেখা যায়।

ছাত্ররা বলেন, দলীয় লেজুড়বৃত্তিক, দূর্নীতিবাজ কোন উপাচার্য চাইনা তারা। তারা এমন একজন উপাচার্য চান যিনি হবে বিশ্বমানের এবং শিক্ষার্থীবান্ধব ও সংস্কারমনা। এছাড়াও এসময় বক্তরা দলীয় লেজুড়বৃত্তিক কাউকে ভিসি নিয়োগ দিলে  অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনে নামার হুশিয়ারী দেন।

সমন্বয়ক মখলেচুর রহমান সুইট বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  নিয়োগ দেওয়া হলেও আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিসি পাইনি। আমরা চাই অতিদ্রুতার সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীবান্ধব, সংস্কারমনা এবং দলীয়লেজুড়বৃত্তিক কোন কাজে লিপ্ত হবেনা এমন একজনকে উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের পরে গত ৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম৷ এরপর থেকে বিশ্ববিদ্যালয়টি উপাচার্যশূন্য রয়েছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত