মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বৈষম্যবিরোধী সমন্বয়কদের সামনেই সংঘর্ষে জড়ালো তিন পক্ষ
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০১ PM আপডেট: ১৪.০৯.২০২৪ ৬:৫৬ PM
বৈষম‌্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের মত‌বি‌নিময় সভাকে কেন্দ্র ক‌রে কেন্দ্রীয় সমন্বয়কদের সামনেই তিন গ্রু‌পের মধ্যে উত্তেজনা, হামলা ও চেয়ার ভাঙচু‌রের ঘটনা ঘ‌টে‌ছে।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে বরগুনা শিল্পকলা একাডেমিতে কেন্দ্রঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়ক হান্নানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করে দেশ গঠনের জন্য শিক্ষার্থীদের অংশীদারত্ব নিশ্চিত এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘ছাত্র জনতার মৈত্রী সফর’ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় ঢাকা থেকে আসা কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে মীর নিলয় গ্রুপের নেতৃত্বাধীন কয়েকজন মঞ্চে উঠতে চাইলে রেজাউল ও মুইদ নিলয় শাদ গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে হাতাহাতি ও ভাঙচুরে লিপ্ত হয় তিন পক্ষ। এতে বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন।

বিশৃঙ্খলার কারণে পরে মতবিনিময় সভা পণ্ড হয়ে যায়। পরে পুলিশ ও নৌবাহিনী এসে সব পক্ষকে শান্ত করেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত