মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
শেখ হাসিনা-খালেদা জিয়ার নজরে থাকলে ‘চোর থেকে মন্ত্রী’ হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:২৫ PM
শেখ হাসিনা ও খালেদা জিয়ার ভালো নজরে থাকলে চোর থেকে মন্ত্রী হওয়া যায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খালেদ মুহিউদ্দীন বলেন, একটু ফটকাবজি না করলে বাংলাদেশে টাকা হবে না। ফটকাবাজি করলেই পকেটে দু-চারটা পয়সা আসবে। আর তখনই সে পলিটিক্যাল লিডার হবে। এরপরে হবে এমপি।

তিনি বলেন, এমপি হওয়ার পর শেখ হাসিনা ও খালেদা জিয়ার ভালো নজরে থাকতে পারলে চোর হবে, বাটপার হবে এবং মন্ত্রী হবে। আমরা আবার ঐ মন্ত্রীকে দেখার জন্য ৫০ হাজার জন যাবো এয়ারপোর্টে। তার সঙ্গে আবার ছবি তুলে শালী, দুলাভাই সহ সবাইকে দেখাবো।

সাংবাদিকরাও সংবাদ সম্মেলন করতে গিয়ে প্রধানমন্ত্রীরা সঙ্গে ছবি তোলেন বলেও তিনি উল্লেখ করেন। এছাড়াও তিনি বলেন, আমি কিছুদিন সরকারি চাকরি করেছি। আমি ছিলাম ছোট চাকর। পোস্টিং ছিলো নরসিংদী। শেখ হাসিনা ছিলো বড় চাকর। 

শেখ হাসিনা বড় চাকর বলে তাকে পাত্তা দেয়ার কি আছে সেই প্রশ্নও রাখেন খালেদ মুহিউদ্দীন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত