সোমবার ২১ এপ্রিল ২০২৫ ৮ বৈশাখ ১৪৩২
সোমবার ২১ এপ্রিল ২০২৫
নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:১৬ AM
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যের এক নদীতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার সকালে ৭০ জন কৃষক একটি কাঠের নৌকা নিয়ে নদী পাড়ি দিয়ে গুম্মি শহরের কাছে নিজেদের কৃষি জমিতে যাচ্ছিলেন, কিন্তু পথে নৌকাটি উল্টে যায়।

দ্রুত সবাইকে উদ্ধার করার জন্য স্থানীয় কর্তৃপক্ষ ওই এলাকার বাসিন্দাদের পাঠায়। তারা তিন ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে পানি থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করেন।

এই উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, “গুম্মি স্থানীয় সরকারের এলাকায় এই নিয়ে দ্বিতীয়বার এ ধরনের দুর্ঘটনা ঘটল।”

তিনি জানান, আরও কাউকে জীবিত পাওয়া যেতে পারে এই আশায় উদ্ধারকারী দলগুলো তাদের তল্লাশি জোরদার করছে।

স্থানীয় পরম্পরাগত এই শাসক আরও জানান, ৯০০ জনেরও বেশি কৃষককে তাদের কৃষি জমিতে যেতে প্রতিদিন নদীটি পাড়ি দিতে হয়, কিন্তু তাদের জন্য আছে শুধু দুইটি নৌকা, তাই প্রায়ই নৌকাগুলোকে অতিরিক্ত যাত্রী নিয়েই নদী পার হয়।

জামফারা রাজ্য খনিজ সম্পদে সমৃদ্ধ। কিন্তু এসব সম্পদের দখল নিতে রাজ্যজুড়ে বিভিন্ন অপরাধী চক্র ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এখানে ভারি বৃষ্টি হওয়ার পর ব্যাপক বন্যা দেখা দেয়। দুই সপ্তাহ আগে বন্যার কারণে রাজ্যটির ১০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত