মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
ইবিতে হাসিনা পতনের চল্লিশা উপলক্ষে নৈশভোজ
ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৯ PM আপডেট: ১৫.০৯.২০২৪ ১:৩৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের চল্লিশা উপলক্ষে এক নৈশভোজের আয়োজন করা হয়। 

গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এই ব্যতিক্রমী আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, " এ আয়োজনের মাধ্যমে তারা একটি ব্যঙ্গাত্মক রূপে দেশের স্বৈরাচারের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরতে চেয়েছেন। এছাড়াও এটি শুধুমাত্র খাবারের আয়োজন নয়, এটি বিভাগের সকলের মধ্যে ভালোবাসা ও সংহতি সৃষ্টি এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রসিকতা করার একটি প্রচেষ্টা।" 

ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের তিনদিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।

শেখ হাসিনার পতনের চল্লিশ দিন উপলক্ষে আমিষ জাতীয় খাবারের মাধ্যমে এ আয়োজন করা হয়। যা বিশ্ববিদ্যালয়জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত