মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
কেন্দুয়ায় পৃথক স্থানে দুজনের মরদেহ উদ্ধার
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৬ PM
নেত্রকোণার কেন্দুয়ায় পৃথক স্থানে শ্বশুরবাড়ি থেকে ইমরান (২৫) নামে এক যুবক ও মামার বাড়ি থেকে সাকিব ভূঁইয়া (১৭) নামে ২ জনের মরদেহ  উদ্ধার করেছে কেন্দুয়া থানার পুলিশ।

এঘটনাটি দুটি উপজেলার চিরাং ইউপির চিরাং গ্রামে ও পাইকুড়া ইউপির চিটুয়া নওপাড়া গ্রামে ঘটে।

কেন্দুয়া থানা সুত্রে জানা গেছে, উপজেলার নওপাড়া ইউপির দুর্গাপুর গ্রামের বাসিন্দা শহীদ মিয়ার ছেলে নিহত ইমরান গত ১৪ সেপ্টেম্বর শ্বশুরবাড়ি চিরাং ইউনিয়নের চিরাং গ্রামের ওয়াদুদ মিয়ার বাড়িতে বেড়াতে যায়। 

১৫ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে খাবার খেয়ে বারান্দা রুমে শুয়ে পড়েন। পরদিন ১৬ সেপ্টেম্বর সকাল ৯টা বেজে গেলেও ঘুম থেকে ইমরান না উঠায় শ্বশুরবাড়ির লোকজন ডাকাডাকির এক পর্যায়ে বেড়ার ফাঁক দিয়ে দেখেন ইমরান আড়ার সাথে ঝুলে রয়েছেন।পরে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

অপরদিকে নিহত কিশোর সাকিব ভূঁইয়া (১৭) দীর্ঘদিন ধরে পাইকুড়া ইউপির নওপাড়া গ্রামে মামার বাড়িতে বসবাস করতো। 

ঘটনার দিন (১৫ সেপ্টেম্বর)রোববার সন্ধ্যা ৬টার দিকে পুকুরের মটর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কেন্দুয়া হাসপাতালে নেওয়ার পথে সাকিবের মৃত্যু হয়। নিহত সাকিব ভূঁইয়া মোজাফরপুর ইউপির মোজাফরপুর গ্রামের মোখলেছুর রহমানে ছেলে।

কেন্দুয়া থানার পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ ফাঁসিতে ঝুলিয়ে ইমরান এবং বিদ্যুৎপৃষ্টে সাকিব ভূইয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ইমরানের মরদেহ  ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং সাকিব ভূইয়ার মরদেহ কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী  আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত