মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজি, প্রতিবাদ করায় ব্যবসায়ীকে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫২ PM আপডেট: ১৭.০৯.২০২৪ ২:৪৭ PM
চট্টগ্রামের বন্দর থানা এলাকায় ব্যবসায়ী মো. মুসলিম উদ্দিন (৪৮) হত্যার ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে দুজনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

তবে মামলার এজাহারে উল্লেখ করা মিজান ও আমির নামে দুজনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।

জানা গেছে, গত রোববার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে দিকে বন্দর থানার ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন মুসলিম উদ্দিন। তিনি ওই এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে। তার স্ক্র্যাপ লোহার দোকান রয়েছে।

স্থানীয়রা জানায়, মিজান নামে এক যুবক বিএনপি নেতা পরিচয় দিয়ে ধুপপোল মিস্ত্রিপাড়া এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে চাঁদাবাজির চেষ্টা করছিলেন। ওই সময় তার সঙ্গে আমির নামের আরও একজন ছিল। সেখানে প্রতিবাদ করতে যান মুসলিম। এ সময় তাকে ছুরিকাঘাত করা হয়। 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, নিহতের ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে মামলা হয়েছে। এজাহারে দুজনের নাম রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত