মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
সিরাজগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক ৩
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৫ PM
সিরাজগঞ্জেমাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৪৪ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। এ সময় ফেনসিডিল বহনকারী প্রাইভেটকার জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অপস অফিসার সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পৌর এলাকার কাঠের পুল নামক স্থানে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার খটশিংগা গ্রামের মৃত হযরত আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৫২), একই জেলার হরিপুর থানার মহেন্দ্রগাও গ্রামের এস্তাব আলীর ছেলে মো. শহিদুল ইসলাম (৩৫) ও দিনাজপুরের খানসামা থানার ভেরভেড়ী গ্রামের মোখসেদ আলীর ছেলে মো. শাহানুর ইসলাম (২৪)।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, র‌্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে পাচারকালে ৭৪৪ বোতল ফেন্সিডিলসহ ওই তিন মাদক কারবারিকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে জানান, তারা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ফেনসিডিল কেনাবেচা করে যাচ্ছিলেন। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত