২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় খুলনার দাকোপে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এ মাছের পোনা অবমুক্ত করণের আয়োজন করা হয়।
গতকাল সোমরার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ পুকুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেনের সভাপতিত্বে এ পোনা অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বঙ্কিম চন্দ্র হালদার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার, থানা পুলিশের পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর আলম, উপজেলা বি.আর.ডিপি কর্মকর্তা রুবায়েত আল আজাদ, চালনা পৌরসভা বিএনপির আহবায়ক মোজাফফর হোসেন, সদস্য সচিব আলামীন সানাসহ সাংবাদিক বৃন্দ। পরে ৪৫৭ কেজি মাছ বিভিন্ন প্রতিষ্ঠানিক জলাশয়ে বিতরণ করা হয়।