মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫
টঙ্গীতে বন্ধ ওয়াশিং কারখানায় আগ্নিকান্ড
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১০ PM
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় মদিনা ওয়াশিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রি লি: নামের একটি ওয়াশিং কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

গতকাল সোমবার দিবাগত রাত পৌনে বারটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোয়া একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

কারখানার মালিক দাবীদার কানিজা রহমান বলেন, আগুন লাগার ঘটনাটি একটি দুর্ঘটনা। তবে যেহেতু কারখানাটি বন্ধ ছিল সেক্ষেত্রে কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে না। হয়তো কেউ আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। তবে কে বা কারা অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে বুঝতে পারছি না। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত পৌনে বারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। কারখানার আগুন দেখে টঙ্গী ফায়ার সার্ভিসকে ফোন দেয় স্থানীয়রা। পরে টঙ্গীর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মূল মালিক দাবীদার কাজী মোস্তাফিজুর রহমান বলেন, এই কারখানার মালিক আমি। আমার এই প্রতিষ্ঠান নিয়ে দীর্ঘদিন যাবৎ সরযন্ত্র চলছে। একটু পক্ষ অগ্নিকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতা নেওয়ার পায়তারা করছে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোয়ার্দ্দার বলেন, ঘটনার খবর পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত